রোজকার ব্যস্ততা ভুলে একটু রোম্যান্টিক অ্যাডভেঞ্চার করা যেতে পারে। পাড়ি দেওয়া যেতে পারে স্বপ্নের গন্তব্যে
Bangla Editor | News18 Bangla | February 8, 2021, 12:48 PM IST
1/ 6

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন উইক। এই সাতটি দিন ভালোবাসার মানুষদের কাছে খুব স্পেশ্যাল। এই সময় একে অন্যকে নানা উপহার আর সারপ্রাইজ দিতে লম্বা প্ল্যানিং করেন প্রেমিক-প্রেমিকারা। এক্ষেত্রে রোজকার ব্যস্ততা ভুলে একটু রোম্যান্টিক অ্যাডভেঞ্চার করা যেতে পারে। পাড়ি দেওয়া যেতে পারে স্বপ্নের গন্তব্যে।
2/ 6


জঙ্গলে কোনও ক্যাম্পের মধ্যে জমে উঠুক গল্প – দৈনন্দিন ব্যস্ততা থেকে দূরে গিয়ে নির্জনতার সন্ধানে একটু অ্যাডভেঞ্চার করা যায়। এক্ষেত্রে কোনও বিচ ক্যাম্পিং, ঘন জঙ্গলের মধ্যে কোনও কটেজ বা ট্রি হাউসে থাকা যেতে পেরে। দূর থেকে ভেসে আসা পাখির ডাক শোনার পাশাপাশি ঘন জঙ্গলের নীরবতা উপভোগ করা যেতে পারে। সঙ্গে বন ফায়ার থাকলে তো আর কথা নেই।
3/ 6


বোট ট্রিপ – নিজেদের মুহূর্তগুলিকে আরও রোম্যান্টিক করতে বোট ট্রিপের প্ল্যান করা যেতে পারে। জলের মাঝে কাটুক প্রেমের অবসর। আশপাশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজের সঙ্গীর সঙ্গে একটা ভালো সময় কাটানো যাবে।
4/ 6


লং ড্রাইভ – সারা দিন এত লম্বা প্ল্যানিংয়ের কোনও দরকার নেই। গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়তে হবে লং ড্রাইভে। পড়ন্ত বিকেলে, সন্ধ্যায় কিংবা রাতে প্রেমিক বা প্রেমিকাকে সঙ্গে নিয়ে পাড়ি দেওয়া যেতে পারে অজানা গন্তব্যে। লং ড্রাইভে পাশে বসা মানুষটিকে আরও একটু নতুন ভাবে আবিষ্কার করা যেতে পারে। সাইট সিনের পাশাপাশি রাস্তার পাশে কোনও ধাবা পেলে নেমে পড়তে হবে। রোজকার খাওয়া-দাওয়ার থেকে একটু অন্য স্বাদ মুখে লাগলে তেমন কোনও ক্ষতি নেই।
5/ 6


কাফে বা রেস্তোরাঁয় কিছুক্ষণ – হাতে বেশি সময় নেই। দূরে কোথাও যেতে মন চাইছে না। তাহলে কাছাকাছি কোনও কাফে বা রেস্তোরাঁয় গিয়ে সময় কাটানো যেতে পারে। কাফের হালকা আলোয় আর গানে, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একটা দারুণ সন্ধ্যা কাটুক । সঙ্গে থাকুক প্রিয় কিছু রেসিপি। এ ক্ষেত্রে অন্য ভাবে নিজেদের ব্যক্তিগত সময় উপভোগ করা যেতে পারে।
6/ 6


ইভনিং ওয়াক – অনেক সময়ে খুব সাধারণ বিষয়ও একটা সেরা সারপ্রাইজ হয়ে উঠতে পারে। তাই রোজকার অভ্যেসের কল টাইম, গুড মর্নিং, গুড নাইট বা অসম্ভব ব্যস্ততা ভুলে এই প্রেমের সপ্তাহকে অন্য ভাবে উপভোগ করা যেতে পারে। আলাদা সময় কাটানো যেতে পারে। তাই খুব বেশি চিন্তা-ভাবনা না করে কোনও এক সন্ধ্যায় বেরিয়ে পড়তে হবে। সঙ্গীর হাত শক্ত করে ধরে কিছুটা পথ একান্তে হাঁটা যেতে পারে!