Wednesday, March 3, 2021
Home India news মাইক অন রেখে জুম কলে বেমালুম অ্যাফেয়ারের গল্প, 'শ্বেতা'-য় উত্তাল নেটদুনিয়া!

মাইক অন রেখে জুম কলে বেমালুম অ্যাফেয়ারের গল্প, ‘শ্বেতা’-য় উত্তাল নেটদুনিয়া!


ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া কাউকে বিখ্যাত বা কুখ্যাত করে দিতে পারে। আবার কখন কী ট্রেন্ড হবে, তাও আগে থেকে বিচার করা যায় না। শুক্রবার টুইটারে এমনই একটি ট্রেন্ড চোখে পড়েছে। এই ট্রেন্ডের কেন্দ্রবিন্দু শ্বেতা নামক একটি মেয়ে। তার ট্রেন্ডের কারণ আরও চমকপ্রদ।

১১১ জনের সঙ্গে জুম মিটিং চলাকালীন তিনি নিজের কোনও বন্ধুকে আর একজনের অ্যাফেয়ার সম্পর্কে বলতে শোনা যায়। শ্বেতা যখন নিজের বন্ধুকে অ্যাফেয়ারটির সম্পর্কে সমস্ত তথ্য জানাচ্ছিলেন, সে সময় তাঁর মাইক অন ছিল। অতএব ১১১ জনই তাঁর গোপন কথা শুনে ফেলেন। এরপরই শ্বেতার কথাবার্তার অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুধু তাই নয় মিনিটের মধ্যেই নানা ধরনের মিমে ছেয়ে যায় নেট দুনিয়া।

জুম মিটিংয়ের সময় শ্বেতা নিজের এক বন্ধুকে অন্য কোনও সম্পর্কের বিষয় বলতে শুরু করেন। শুধু তাই নয়, সেই প্রেমিক যুগলের নৈকট্যের বিষয়ও তিনি নিজের বন্ধুকে জানান। এমনকী ছেলেটির সম্পর্কে বলতে গিয়ে শ্বেতা বলেন যে, ‘ওই ছেলেটি ভালো করেই জানত সে আমায় ব্যবহার করছে, কিন্তু তা সত্ত্বেও সে, ওই মেয়েটির প্রতি আকৃষ্ট ছিল।’ শ্বেতার এই গোপন আলোচনা মিটিংয়ে উপস্থিত ১১১ জন শুনে নেন। এর পরই এটি ভাইরাল হয় ও ট্যুইটারে ট্রেন্ডিং হতে শুরু করে। আপাতত ট্যুইটারে #Shweta ট্রেন্ড করছে। অনেকেই এতে ট্যুইট করেছেন। এর সঙ্গে জড়িত মিমও ভাইরাল হচ্ছে।

জুম মিটিংয়ের যে অডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে অনেককেই বলতে শোনা যাচ্ছে যে, ‘শ্বেতা আপনার মাইক অন আছে, নিজের মাইক অফ করে নিন।’ তবে শ্বেতা গোপন কাহিনির বর্ণনা দিতে ব্যস্ত ছিলেন। তখনই মিটিংয়ে উপস্থিত এক ব্যক্তি জানান, ‘শ্বেতা, এই কাহিনি এবার ১১১ জন জেনে গিয়েছেন।’ এ সময় আবার অনেকে বলতে শুরু করেন, ‘শ্বেতাকে ফোন করে মাইক বন্ধ করতে বল।’ নিজের বন্ধুকে শ্বেতা জানান যে, সেই ছেলেটি তাঁকে এমন অনেক গোপন কথা বলেছে যা সে নিজের প্রিয় বন্ধুকেও জানায়নি। তখনই জুম মিটিংয়ে উপস্থিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এবার ১১১ জনই তা জেনে গিয়েছে।’

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 3 March-এর জন্য

ধনু- ব্যবসায় সুসংবাদ পেতে পারেন। বরিষ্ঠ ও সহকর্মীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। ইচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে। গাড়ি...

আজ রাশিফল: জানুন সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির ভাগ্যফল 3 March-এর জন্য

সিংহ- চাকরিতে উন্নতি সম্ভব। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে অধীনস্থ কর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা...

ভ্যাকসিনে‌র ডিজিটাল শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি! কমিশনে চিঠি তৃণমূলের

বিধানসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তা সত্বেও এবার করোনা ভ্যাকসিনের ডিজিটাল শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ঘিরে উত্তাল হল গোটা দেশ। করোনা...

Qatar Total Open 2021: পিছিয়ে পড়ে দুরন্ত লড়াই, করোনা-পর্বের পর কোর্টে ফিরেই জয় সানিয়ার

শুভব্রত মুখার্জিকরোনাভাইরাসের প্রভাবে প্রায় চার-পাঁচ মাস বন্ধ ছিল সারা পৃথিবীর ক্রীড়াক্ষেত্র। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ক্রীড়াঙ্গন। আর কয়েকমাস বাদেই বসতে চলেছে টোকিয়ো...

Recent Comments