Home Sports news পয়েন্ট টেবিল থেকে অরেঞ্জ ক্যাপ, বেশি ছক্কা, জোরে বল, IPL 2021-এর যাবতীয়...

পয়েন্ট টেবিল থেকে অরেঞ্জ ক্যাপ, বেশি ছক্কা, জোরে বল, IPL 2021-এর যাবতীয় পরিসংখ্যানে চোখ রাখুন


বায়ো-বাবলের ভিতরেও করোনার প্রকোপ দেখা দেওয়ায় মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। খেলা হয়েছে মোট ২৯টি ম্যাচ। বাকি ম্যাচগুলি পরবর্তী সময়ে আয়োজিত হবে, এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। অপাতত প্রথমার্ধের আইপিএলের শেষে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে। চোখ বুলিয়ে নেওয়া যাক ব্যক্তিগত পরিসংখ্যানেও।

১. অরেঞ্জ ক্যাপ:- ৮ ম্যাচে সবথেকে বেশি ৩৮০ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান।

২. পার্পল ক্যাপ:- ৭ ম্যাচে সবথেকে বেশি ১৭টি উইকেট নিয়ে বেগুনি টুপির দখল নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার্ষাল প্যাটেল।

৩. সবথেকে বেশি ১৬টি ছক্কা হাঁকিয়েছেন পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল।

৪. সবথেকে বেশি ৪৩টি চার মেরেছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান।

৫. এক ওভারে সবথেকে বেশি ৩৬ রান তুলেছেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা।

৬. এক ম্যাচে সবথেকে বেশি ৮টি ছক্কা মেরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড।

৭. এক ম্যাচে সবথেকে বেশি ১৩টি চার মেরেছেন শিখর ধাওয়ান।

৮. সবথেকে বেশি ৪টি করে হাফ-সেঞ্চুরি করেছেন পঞ্জাবের লোকেশ রাহুল ও চেন্নাইয়ের ফ্যাফ ডু’প্লেসি।

৯. ১টি করে সেঞ্চুরি করেছেন রাজস্থানের সঞ্জু স্যামসন, জোস বাটলার ও আরসিবির দেবদূত পাডিক্কাল।

১০. পাডিক্কালের ৫১ বলে শতরান চলতি মরশুমের দ্রুততম।

১১. পোলার্ডের ১৭ বলে হাফ-সেঞ্চুরি চলতি মরশুমের দ্রুততম।

১২. বাটলারের ১২৪ চলতি মরশুমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

১৩. সবথেকে বড় ১০৫ মিটারের ছক্কা মেরেছেন পোলার্ড।

১৪. সবথেক বেশি ২টি মেডেন ওভার নিয়েছেন ইশান্ত শর্মা।

১৫. সবথেকে বেশি ৭৬টি ডট বল করেছেন মহম্মদ শামি।

১৬. এক ম্যাচে সবথেকে বেশি ১৮টি করে ডট বল করেছেন দীপক চাহার ও ক্রিস মরিস।

১৭. সবথেকে কৃপণ বোলিং করেছেন ইমরান তাহির (ইকনমি রেট ৪.০০)।

১৮. রাসেলের ১৫ রানে ৫ উইকেট চলতি আইপিএলের সেরা বোলিং পারফর্ম্যান্স।

১৯. রাবাদার ১৪৮.৭৩ কিলোমিটার প্রতি ঘণ্টার বল চলতি আইপিএলের সবথেকে গতিশীল বল।

২০. এক ম্যাচে সবথেকে বেশি ৬২ রান খরচ করেছেন লুঙ্গি এনগিদি।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-

১. দিল্লি ক্যাপিটালস: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে শীর্ষে। তাদের নেট রান-রেট +০.৫৪৭।

২.সিএসকে: ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের নেট রান-রেট +১.২৬৩।

৩. আরসিবি: ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর অবস্থান করছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৭১।

৪. মুম্বই ইন্ডিয়ান্স: ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.০৬২।

৫. রাজস্থান রয়্যালস: ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৯০।

৬. পঞ্জাব কিংস: ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩৬৮।

৭. কেকেআর: ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৪৯৪।

৮. সানরাইজার্স: ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬২৩।

Source link

RELATED ARTICLES

জোহানেসবার্গে ছক্কা হাঁকিয়ে শ্রীসন্তের ‘হেলিকপ্টার’ সেলিব্রেশন কখনও ভুলবেন না ডেল স্টেইন

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্ট ভারতীয় দলের কাছে স্মরণীয় হয়ে রয়েছে দুরন্ত লড়াইয়ে প্রোটিয়াদের তাঁদের ঘরের মাঠে বিধ্বস্ত করার জন্য। যদিও...

রোমে ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-নাদাল

চলতি ইতালিয়ান ওপেন টেনিসের ফাইনালে রবিবার রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলবেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের আগে টেনিস বিশ্বের দুই মহাতারকা একে অপরের সামনে। নিজেদেরকে পরীক্ষা...

সিরি-এ তে রোনাল্ডোর সঙ্গে এই রকম ঘটনা প্রথমবার ঘটল

না দেখা ঘটনা ঘটল সিরি-এ তে। সির-এর গ্রুপ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্তাস বনাম ইন্টার মিলান। সেই ম্যাচ শেষের আগেই সাইড লাইনে বসতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

জোহানেসবার্গে ছক্কা হাঁকিয়ে শ্রীসন্তের ‘হেলিকপ্টার’ সেলিব্রেশন কখনও ভুলবেন না ডেল স্টেইন

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্ট ভারতীয় দলের কাছে স্মরণীয় হয়ে রয়েছে দুরন্ত লড়াইয়ে প্রোটিয়াদের তাঁদের ঘরের মাঠে বিধ্বস্ত করার জন্য। যদিও...

‘একবার মানুষ হয়ে বাঁচি,’ রোগীর কষ্ট দেখে ফেসবুকে লাইভে কাঁদলেন কলকাতার চিকিৎসক

আক্ষরিক অর্থেই  একেবারে যমে- মানুষে টানাটানি চলছে। কিন্তু তবুও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের জেরে মৃত্যুর মুখোমুখি হয়েও ফিরে আসছেন অনেকেই। একের পর...

রোমে ইতালিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-নাদাল

চলতি ইতালিয়ান ওপেন টেনিসের ফাইনালে রবিবার রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলবেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের আগে টেনিস বিশ্বের দুই মহাতারকা একে অপরের সামনে। নিজেদেরকে পরীক্ষা...

Covid-19 থেকে সুস্থ হয়েও প্রয়াত কংগ্রেস সাংসদ Rajeev Satav

নিজস্ব প্রতিবেদন: কোভিড থেকে সেরে উঠেও প্রয়াত কংগ্রেস সাংসদ রাজীব সাতাব (Rajeev Satav)। বয়স হয়েছিল ৪৬ বছর। সূত্রের খবর, গত ২২ এপ্রিল রাজীবের...

Recent Comments